মোঃ মুশফিক হাওলাদার, লালমোহন, প্রতিনিধি : প্রাথমিক সহকারী শিক্ষক-২০১৮ প্যানেল প্রত্যাশীরদের আমরণ অনশন চলছে চলবে দাবি আদায় না মানা পর্যন্ত।
হয় চাকরির না হয় মৃত্যু।
সচিব স্যার বিজ্ঞপ্তি দিয়ে মাঠ ছাড়িয়ে দিবেন বলে আশা করেছিলেন কিন্তু নতুম এই বিজ্ঞপ্তি দেখে ২০১৮ প্যানেল প্রত্যাশীদের মনোবল আর ও বেড়ে গেছে বলে মনে করছেন বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা প্যানেল প্রত্যাশীরা।
বিজয় না নিয়ে ঘরে ফেরার অবকাশ নেই। হয় চাকরি না মৃত্যু। মমতাময়ী মায়ের কাছে আকুল আবেদন তিনি কোনটা বেচে নিবে? মৃত্যু নাকি চাকরি।