নোয়াখালী প্রতিনিধি, আবু সাঈদ শাকিল : আজ ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সকাল ১১ ঘটিকায় বসুরহাট পৌর চত্বরে কেক কেটে উদযাপন করা হয়।
এই সময় কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের সভাপতিত্বে এর কার্যক্রম উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন। বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খান, সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সাধারন সম্পাদক নুরনবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম,বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল খায়ের, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম সারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক শামসুদ্দিন নোমান প্রমুখ। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ ও বসুরহাট পৌরসভা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।