আমি স্বপ্ন দেখি
এমন বাংলাদেশের
যেখানে রবে না কোন
হানাহানি মারামারি
রবো সবাই সুখে দুঃখে
শান্তিতে মিলে মিশে।
আমি স্বপ্ন দেখি
এমন বাংলাদেশের
যেখানে থাকবে না কোন
অন্যায় অত্যাচারের হানা
থাকবেনা শোষণ নিপীড়ন
ধনী গরিবের বৈষম্য।
আমি স্বপ্ন দেখি
এমন বাংলাদেশের
যেখানে থাকবে না কোন
ক্ষুধা দারিদ্র্যের কষ্ট
ফুলে ফলে ফসলে
থাকবে ভরা স্বদেশ।
আমি স্বপ্ন দেখি
আমি স্বপ্নে খুঁজি
এমন মানুষটা কে
যে জন স্বপ্নটা কে
করবে পূরণ গড়বে
সোনার দেশটা কে ।।