স্টাফ রিপোর্টার, এইস এম সালমান সরদার : বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম বুধবার দুপুরে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক পরে বাজারে আসা দুই শিশু কে চকলেট উপহার দিয়েছেন। নির্বাহী অফিসারের শিশুদের প্রতি এ ধরনের ভালবাসা দেখে উপস্থিত স্থানীদের মুগ্ধ করেছে।
নির্বাহী অফিসার বলেন,মহামারী কোভিড ১৯ এর ক্রান্তিকালে যেখানে বড়রা সংক্রমণ আইন ভঙ্গ করে মুখে মাস্ক ব্যাহার করেনা। সেখানে ছোট্র দুটি শিশুর স্বাস্থ্য বিধি মেনে সংক্রমণ আইন কে শ্রদ্ধা করে মাস্ক পরাটা আমাকে মুগ্ধ করেছে। তাই নিতান্ত মনের টানে ওদেরকে এই উপহার দিলাম।