মোঃ জসিম উদ্দিন, খানসামা প্রতিনিধি : দিনাজপুর এর খানসামা উপজেলার বাসুলী গ্রামে খলিল মাস্টারের ছেলে শাহিন শাহরিয়ার তিন বছর আগে পরিবার কে না জানিয়ে একই গ্রামে একটি মেয়েকে বিয়ে করে। পরিবার জানতে পাড়লে মেয়ে কাছথেকে কৌশলে বিয়ের সকল প্রমাণ ও কাগজ পত্র হাতিয়ে নেয়।
শাহিন শাহরিয়ার রিজার্ভ পুলিশে বগুড়ায় কর্মরত। মেয়েকে নিয়ে বগুড়ায় তিন মাস থেকে একসাথে থাকার পরে
গত তিন মাস তারা বগুড়ায় একসাথে ছিলো।
এর মাঝে এক মাস আগে ছেলে শাহিন শাহরিয়ার এর পাবনা সাথিয়া থানায় বদলি হয়। পাবনায় বাসা নিয়ে মেয়েকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে বগুড়ায় রেখে চলে যায় শাহিন শাহরিয়ার।