শাহাদাত হোসেন সুমন, লক্ষ্মীপুর: ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দু’টাই পাই’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলা রির্সোস সেন্টারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে সেমিনারে ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।
সেমিনারে জানানো হয় হয়, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষার ছয় মাসের কোর্স, কোরিয়ান ভাষার দুই মাসের কোর্স ও চায়নিজ ভাষার তিন মাসের কোর্স করার ব্যবস্থা রয়েছে। সেখানে ১০টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে বিদেশ যাওয়ার ব্যবস্থা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, নারী ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মো. আরিফুর রহমান, কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, ওয়াজি উল্যা জুয়েল, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. ফয়েজসহ অনেক সাংবাদিক ও বিভিন্ন ব্যক্তিগণ।